দেড় মাস পর ডেঙ্গুতে আবারও একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি সবশেষ একজনের মৃত্যু হয়েছিল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের চারজন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুইজন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮২৬ জন। মারা গেছেন ১৪ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু এবং ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।