ধনাগোদা নদী কালীপুর -চরকালীপুর পাড়াপাড়ে নৌ সীমানায় ডাকাতির শঙ্কা

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০২:৩৭ পিএম
ধনাগোদা নদী কালীপুর -চরকালীপুর পাড়াপাড়ে নৌ সীমানায় ডাকাতির শঙ্কা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী কালীপুর -চরকালীপুর পাড়াপাড়ে নৌ সীমানায় ডাকাতির শঙ্কা থাকেন ঢাকায় চলাচলের যাত্রীরা। ঈদের সময়ে  ও শাহ্ সোলাইমান (র.) লেংটার মেলাকে কেন্দ্র করে ডাকাতির শঙ্কা আরো বৃদ্ধি পায় । প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলায় সময় ডাকাতির ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে লেংটার মেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখাতে কোন অপ্রীতিকর ঘটনা ও অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম। 

স্বল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্য মতলব উত্তর - দক্ষিণ উপজেলার অধিকাংশ যাত্রী  টলার যোগে ধনাগোদা নদী পাড় হয়ে  কালীপুর - চরকালীপুর যায়। এখান দিয়ে প্রতিদিন  টলারের মাধ্যমে হাজার হাজার যাত্রী পারাপার হয়। প্রতি বছর ঈদ ও লেংটার মেলায় প্রচুর লোক যাতায়াত করে এই পথে। এবার ঈদ ও মেলা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার যাত্রীদের চাপ থাকবে এ পথে। তাই এবার নদীতে ডাকাতির শঙ্কাও রয়েছে বেশি। 

বোরহান নামে এক যাত্রী জানান, আমি ব্যবসায়ী কাজে দিনরাত্রি এ পথে ঢাকা  যাওয়া -আসা করি। রাতে আতংকে নদী পাড় হতে হয়।ডাকাতরা নদীতে ওতপেতে থাকে,সুযোগ পেলেই কেড়ে নেয় যাত্রীেদর সব। এ পথের নিয়মিত যাত্রী রিয়াজুর হাসান বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না।  নাম প্রকাশে অনেক টলারের চালকরা জানান, ডাকাতরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই তারা অস্ত্র প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান  জানান, ঈদের ৫দিন আগে এবং পরে নৌ পুলিশ প্রত্যেকটি পয়েন্টে জোরদার বৃদ্ধি করা হবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসাথে হওয়ার সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে যোগাযোগ ধনাগোদা নদীতে নৌটোহল আরো জোরদার করা হবে। আশা করছি এসময় নদীতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে