ধামইরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৬:৪৫ পিএম
ধামইরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষকের কঠোর শাস্তির আশায় ধর্ষিতার বাবা ধর্ষক  মতি মন্ডল (৪৮) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব চান্দপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা আব্দুল হাকিম (২৭) বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং- ৩৬, তারিখ- ২৯/০৩/২০২৫ইং। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মো. মতি মন্ডল পলাতক রয়েছেন।

থানার এজাহার সূত্রে জানা গেছে, ২৮ মার্চ শুক্রবার বিকালে ইসবপুর পূর্ব চান্দপুরের আব্দুল হাকিমের প্রাথমিক স্কুল  পড়ুয়া মেয়ে (৭) নিজ বাড়ির সামনে মেয়ে খেলাধুলা করছিল। এ সময় সু-কৌশলে ও বিভিন্ন প্রলোভনে একই এলাকার মো. মতি মন্ডল বাড়ির পার্শের এক বাগানের গতের মধ্যে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে একই এলাকার সুমাইয়া খাতুন এগিয়ে আসলে ধর্ষক ও শিশুকে দেখতে পেলে তার চিৎকারে এলাকাবাসিরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। এর আগেও শিশুটির সঙ্গে এমন গর্হিত কাজের চেষ্টা করেছেন অভিযুক্ত মো. মতি মন্ডল।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় পিতার অভিযোগের প্রেক্ষিতে ধামইরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং শিশুটির চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানা পুলিশ ধর্ষক আসামিকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে