আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি। এবং আমরা যে যেখানে আছি সেখানে থেকে চেষ্টা করছি একটি নতুন বাংলাদেশ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমন্বত করার জন্য আমরা যেন বাংলাদেশের সকল নাগরিক কাজ করতে পারি। যতদিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের প্রত্যেকের নেতৃত্বে তাদের নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য মাঠে কাজ করে যাবো। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
নাটোরের লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র মানবাধিকার বিষয় কমিটি ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।
শনিবার (২৯ মার্চ) লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জুলাই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ(পাপ্পু)।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির উপজেলার সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, বিএনপির নেতা ফিরোজ হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, আসলাম হোসেন, শাহানুর রহমান সোহেল, শামসুন্নাহার পারুল।
এছাড়াও উপজেলা, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের আগমনে ইফতার মাহফিল চত্বর কানায় কানায় ভরে উঠে। অনুষ্ঠান চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। শেষে বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।