নাজিরপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৬:৪১ পিএম
নাজিরপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে সরকারী গাছ কাটার অভিযোগ স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে। স্থানীয়রা জানান, শুক্রবার (২১মার্চ) সকালে ওই বাজারের নদীর পাশের দুইট বড় চাম্পল গাছ কেটে নিচ্ছিলেন ওই বাজারের কয়েক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতা। পরে খবর পেয়ে সেখানে ভুমি অফিসের লোকজন ও পুলিশ গিয়ে গাছ উদ্ধার করেন।

থানা পুলিশের এসআই মো. পারভেজ হোসেন বলেন, গাছ কেটে নেয়ার খবর পেয়ে সেখানে যাই। গাছ কেটে টমটমে করে নেয়ার সময় টমটম চালক স্থানীয় মধ্য রামনগর গ্রামের মালেক শেখের ছেলে জিয়াউল শেখ, শ্রমিক হিসাবে দায়িত্বে থাকা স্থানীয় রামনগর গ্রামের সোবাহান মোল্লার ছেলে মো. হাসিবুল মোল্লা ও একই গ্রামের রজ্জব মোল্লার ছেলে হোসেন মোল্লাকে আটক করা হয়। এ সময় তারা জানান, স্থানীয় ওয়াদুদ আলী সরদারের ছেলে এস্কেন্দার সরদারের নির্দেশে তারা ওই গাছ কেটেছেন। 

তবে অভিযুক্ত এস্কেন্দার আলী সরদার বলেন, সরকারী জায়গায় থাকা ওই গাছ তার রোপন করা। তবে গাছগুলো কাটার সাথে তিনি কোন ধরনের জড়িত নন। স্থানীয় বাজার কমিটির সভাপতি মো. গাউস মাস্টার, ইউনিয়ন বিএনপির সদস্য সচীব জহিরুল ইসলাম, বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা  জামান ও যুবদল নেতা ইউসুফ তা কাটিয়েছেন। 

অভিযুক্তদের সাথে পৃথকভাবে মুঠোফোনে কথা হলে তারা গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না। বরং কাটা গাছগুলো উদ্ধার করে ভুমি অফিস ও থানা পুলিশ তাদের জিম্মায় গাছ রেখে গেছেন বলে দাবী তাদের। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কৌশিক আহম্মেদ বলেন, উর্ধ্বতন কর্তকর্তাদের সাথে কথা বলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে