ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে "তাক্বওয়া অর্জনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক" আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ২১ শে মার্চ শুক্রবার বিকাল ৪টায় চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর কেন্দ্রীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর, সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ নূর হোসেন সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহিন রেজার সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারী মাস্টার আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ মোরশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মহিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপাশা ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ আলমগীর হোসেন স্বপন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।