ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও ঈদ বস্ত্র বিতরন করেছেন জেলা প্রশাসন। শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে ৩৬ জন শিক্ষাথীর মাঝে আর্থিক অনুদান ও ৭০জন শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়। আর্থিক অনুদান ও নতুন পোশাক পেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আবেগে আপ্লুত হয়ে পরে। তারা জানায় যে নতুন পোশাক পেয়ে অনেক খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ক্লাব সভানেত্রী মাহফুজা খানম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারন সম্পাদক আ্যাডভোকেট আক্ককস সিকদার, জেলা জজকোর্টের এপিপি আ্যাডভোকেট মুন্সি রেজাউল হক আজিম। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদার, প্রচার প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম জলিল, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন ও ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজু খান। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের মান উন্নয়নে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। এদেরকে অবহেলা না করে এদের কাছাকাছি রেখে স্বাভাবিক জীবনে ফেরাতে তাদের সাথে সুন্দর আচরন করতে হবে। সরকারের পাশাপাশি সমাজের ভিত্তবান ব্যক্তিদের পাশে দাড়াতে হবে। এই বিদ্যালয়টি এমপিওভুক্তি করতে সর্বোচ্চা চেষ্টা করবেন।