ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজীব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের এ দূর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আনন্দ (৩৫)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার জানিয়েছেন, নিহত মোহাম্মদ সজীব নগরীর ঝড়ঝড়িয়া তলা এলাকার আব্দুল মান্নানের ছেলে। আহত আনন্দ বরগুনা জেলার বামনা উপজেলার মনোরন্দের ছেলে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের বরগুনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল মোড়ল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস।
এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের থাকা দুই ব্যক্তি গুরুত্বর আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা সজীবকে মৃত বলে ঘোষণা করেন।