নারীর প্রতি সহিংসতা ও ধর্ষন বন্ধে চার শতাধিক স্বেচ্ছাসেবকের শপথ

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম
নারীর  প্রতি সহিংসতা  ও ধর্ষন বন্ধে  চার শতাধিক স্বেচ্ছাসেবকের শপথ

সারাবিশ্বের নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে ও ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বরগুনায় শপথবাক্য পাঠ ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির শপথের মধ্যদিয়ে ১৫ মার্চ বিকেলে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।  শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে সম্মেলনের সূচনা হয়। বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে চার শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতে উন্নয়ন সংস্থা জাগোনারী এ কর্মসূচি পালন করে।

এসময় বরগুনা সরকারি কলেজে শুরু হওয়া বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের দুইদিনব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তথ্য উপস্থাপনে শিক্ষার্থীদের জন্য নির্মাণাধীন বাংলাদেশের সব থেকে বড় গ্লোব ঘিরে সারা বিশ্বের নারীদের প্রতি সহিংসতা বন্ধে ও শিশু আছিয়াসহ সারা বিশ্বের ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো ও শপথবাক্য পাঠ করা হয়।

'পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ, স্বেচ্ছাসেবকতায় শক্তি' প্রতিপাদ্য ধারণ করে চার শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতে উপকূলীয় বরগুনায় অনুষ্ঠিত হচ্ছে বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের দুইদিনব্যাপী সম্মেলন। 

এ সম্মেলনের মাধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তথ্য উপস্থাপন করতে শিক্ষার্থীদের জন্য বরগুনা সরকারি কলেজে বাংলাদেশের সব থেকে বড় গ্লোব এবং বাংলাদেশের মানচিত্র তৈরি করা হচ্ছে।

উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে ও অক্সফ্যামের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চারুকলা বরিশাল কারিগরি সহযোগিতা করছেন।

উদ্যোক্তারা জানান, ফেব্রুয়ারিতে বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে তিনদিনব্যাপী স্বেচ্ছাসেবক অ্যাডভান্স সার্ভাইভাল প্রশিক্ষণের পর স্বেচ্ছাসেবকদের কার্যক্রম প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি করতে এ মহামিলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ স্বেচ্ছাসেবকগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। 

এ বিষয় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এ সম্মেলনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মকাণ্ডে অভিজ্ঞ ব্যক্তিবর্গের মধ্যে নেটওয়ার্কিং, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সম্ভব হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে