পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি পিটা করে হত্যা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৪:২৮ পিএম
পিরোজপুরে রিক্সা চালককে হাতুড়ি পিটা করে হত্যা

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে রাস্তার পাশ থেকে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের ওদনকাঠী গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি পিরোজপুর সদরের রায়েরকাঠী গ্রামের হারুন সিকদারের ছেলে সাব্বির সিকদার (২৫)। তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই রিক্সা চালকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতুড়ির অংশও উদ্ধার করে। 

নিহতের পিতা হারুন সিকদার জানান, বৃহসপতিবার বিকেলে নিজের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। রাতে সে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার রাস্তার পাশে লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে মৃতদেহটি তার ছেলে সাব্বিরের বলে সনাক্ত করেন। তার ধারণা  সাব্বিরের রিক্সাটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান জানান,  সাব্বিরকে হত্যার কারণ তাৎক্ষনিকভাবে উদঘাটন করা যায়নি। তবে হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে