ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দূষণ এবং এর সাথে সম্পর্কিত পরিণতি সম্পর্কে সুন্দরবণ সংলগ্ন এলাকার জনগণকে সচেতন করতে পিরোজপুর জেলায় জার্নালিজম ফর সুন্দরবণ নামে একটি প্লাটফর্ম গঠন করা হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহবায়ক পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীম ও আহবায়ক প্রেসক্লাব সহসভাপতি খেলাফত হোসেন খসরু। জেলার তিন উপজেলা থেকে তিনজনকে ওই কমিটির যুগ্ম আহবায়ক করা হয়। তারা হলেন ভান্ডারিয়া উপজেলার শফিকুল ইসলাম মিলন, নেছারাবাদ উপজেলার মো. আনোয়ার হোসেন ও মঠবাড়িয়া উপজেলার রফিকুজ্জামান আবির।
আজ দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে দুপুর ১২ টায় বেসরকারী সংস্থা রূপান্তর আয়োজিত এক সভায় ওই কমিটি গঠন করা হয়। ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো চীফ মোঃ মুনিরুজ্জামান নাসিমকে এ প্লাটফর্মের উপদেষ্টা মনোনীত করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রূপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু ও সমন্বয়ক শুভাশীষ ভট্টাচার্য। সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ উপকুলীয় পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে সভায় সম্যক ধারনা উপাস্থপন করা হয়।
সভায় আলোচকরা বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। করমজল, হাড় বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, দুবলার চর, হিরণ পয়েন্ট, জামতলা সি বিচ পয়েন্ট থেকে শুরু করে একেবারে সুন্দরবনের কোল ঘেঁষা পর্যটন কেন্দ্র গুলোতে বেড়েছে প্লাস্টিকের দূষণ। পর্যটকরা সঙ্গে করে নিয়ে আসছেন প্লাস্টিকের পানির বোতল, পলিথন, প্লাস্টিকের প্যাকেট, চায়ের কাপসহ বিভিন্ন প্লাস্টিক পন্য। বাড়ি ফেরার আগে সেসব ফেলে যাচ্ছেন স্পটগুলোতে ও বিভিন্ন নদ-নদিতে। ফলে এ থেকে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকা দূষিত হচ্ছে। সুন্দরবণ রক্ষায় সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম তানভাীর আহমেদ, সহসভাপতি খেলাফত হোসেন খসরু, ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক, অহিদ হাসান বাবু, শফিকুল ইসলাম মিলন, মো. আনোয়ার হোসেন, রফিকুজ্জামান আবির প্রমুখ।