নওগাঁর পোরশায় ঘাটনগর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঘাটনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাও: ইসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আঃ হক আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম, ইসলাম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ উমর আলী। অন্যান্যের মধ্যে পোরশা উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ হুজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ তৈয়ব শাহ ও আলহাজ্ব মুহাম্মাদ কাউছার কামাল শাহ, সেক্রেটারী মুহাম্মাদ মামুনুর রশীদ শাহ্ সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।