পোরশায় প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা মারা গেছেন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৫, ০১:৫৯ পিএম
পোরশায় প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা মারা গেছেন

নওগাঁর পোরশায় পুকুরে পানি সেচকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা আফজাল হোসেন(৫৫) মারাগেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান। নিহত আফজাল গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও বড়গুন্দইল নওয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। জানাগেছে, ২৭ মার্চ বিকালে বড়গুন্দইল নওয়াপাড়া মালতিপুর ও কাদিপুর জামে মসজিদের লিজ নেয়া পুকুরের পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি সংঘঠিত হয়। এতে প্রতিপক্ষের লোকজনের মারপিটে আফজাল মারাত্বক আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের এবং সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ২৮মার্চ নিহতের ছোট ভাই আলফাজ হোসেন বাদী হয়ে বড়গুন্দইল গ্রামের ৭ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ দিবাগত রাতে পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামী গুন্দইল গ্রামের আবুল বাসারের ছেলে ইমামুল হাসান(৪৫) একই গ্রামের আক্কাস আলীর ছেলে বাবুল হোসেন (৫২) ও সাপাহার উপজেলার পদলপাড়া গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮) কে আটক করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে