প্রভাতী প্রকল্পের চৌধুরীহাট এলসিএস সদস্যদের লভ্যাংশের টাকা বিতরণ

এফএনএস (এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৩:৫২ পিএম
প্রভাতী প্রকল্পের চৌধুরীহাট এলসিএস সদস্যদের লভ্যাংশের টাকা বিতরণ

অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি(প্রভাতী) প্রকল্প 'চৌধুরীহাটের এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ ৬,২৭,৩৭৯/-টাকা ৫৭ জন সদস্যের মধ্যে আজ মঙ্গলবার ২৫ মার্চ/২০২৫ ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিতরন করা হয়। সকল সদস্য কাজের উপস্থিতি হিসাবে লভ্যাংশের টাকা পায়।

আনুষ্ঠানিকভাবে টাকা বিতরনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ গোলাম ফেরদৌস উপজেলা নির্বাহী অফিসার। 

এ সময় প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ রোস্তম আলী ও মার্কেট সুপারভিশন / লাভলীহুট অফিসার মন্জুরুল হক এলজিইডি কুড়িগ্রাম। এ প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় এলজিইডি প্রকৌশলী অফিসার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে