যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর আদায় করার পর বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটিতে দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আগত ও স্থানীয় মুসল্লীরা। মিছিলটি রাকুদিয়া নতুনহাট জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নতুনহাট এলাকার আশেপাশের বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে পরবর্তীতে আবির চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ রহমতুল্লাহ্। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের দেহেরগতি ইউনিয়ন আমীর হযরত মাওলানা মোহাম্মদ এরশাদ হোসেন, রাকুদিয়া নতুন হাঁট মসজিদের খতীব হাফেজ আল-আমিন হোসেন, মাওলানা মোহাম্মদ ইদ্রিস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, দ্রুততম সময়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশ থেকে রেড ক্রিসেন্টের মাধ্যমে চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফিলিস্তিনি মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে।