ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৪:২৫ পিএম : | আপডেট: ২১ মার্চ, ২০২৫, ০৪:২৫ পিএম
ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা এবং ভারতে মুসলমানেদের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদজুমা পিরোজপুরের নাজিরপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে নাজিরপুর উপজেলা চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন  করা হয়। 

চৌঠাইমহল আয়শা সিদ্দিকিয়া মহিলা কওমি মাদ্রাসার মুহতামীম মাওলানা মুফতি আবুল বাশারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, সাবেক বিএনপিনেতা সরদার মো. মনিরুজ্জাম, উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ এম শামীম হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শেখ আবু হানিফ, যুব নেতা হাফেজ ফুয়াদ হোসেন খান প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন,‘সন্ত্রাসী ইসরাইলি যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের ওপর হামলা করে হাজার খানেক মুসলমানকে শহীদ করা হয়েছে যার মধ্যে শিশু ও নারী পুরুষ রয়েছে। আজ মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার কারণে ইসরাইল পশুর মতো আচরণ করছে। পবিত্র রমযান মাসে সেহরির সময় হামলা কোনো মুসলমান মেনে নিতে পারে না। জুলুম করে পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারেনি। সাধারণ মুসলমানদের যার যার অবস্থান থেকে এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরয হয়ে দাঁড়িয়েছে ।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে