সুখবর দিয়েছেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া শেঠি। এই দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। ইনস্টাগ্রামে রাহুল নিজেই নিশ্চিত করেছেন এই খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে জানান, তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। বর্তমানে আথিয়ার পাশেই আছেন রাহুল। এর আগে ব্যক্তিগত কারণে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লীর হয়ে রাহুলের না খেলার বিষয়টি নিশ্চিত করেছিলেন দলটির অধিনায়ক অক্ষর প্যাটেল। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আইপিএলে প্রথম তিন ম্যাচ খেলবেন না রাহুল। আপাতত পরিবারকে সময় দিয়ে পরে যোগ দেবেন দিল্লী ক্যাপিটালসে। ২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি ও ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। চার বছরের সম্পর্ক ছিল রাহুল-আথিয়ার। সুনীল শেঠির খান্ডালার খামারবাড়িতে বসেছিল বিয়ের আসর। সেই বন্ধনের দুই বছর পূর্তি হয়েছে কিছুদিন আগে। লোকেশ রাহুল ও আথিয়া দুইজনই সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছেন এই সুসংবাদ। দুইটা রাজহাঁস সম্বলিত একটি ফটো কার্ড ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আথিয়া-লোকেশ। তারা লেখেন, ‘২৪ মার্চ আশীর্বাদ হিসেবে একটি কন্যাসন্তান পেয়েছি।’ এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। নেটিজেনদের পাশাপাশি আথিয়ার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। আথিয়ার ভাই আহান শেঠি, বাবা সুনীল শেঠিও অভিবাদন জানিয়েছেন। তা ছাড়াও ইলিয়েনা ডি ক্রুজ, শানায়া কাপুর, ঈষা গুপ্তা, আয়েশা শ্রুফ, কিয়ারা আদভানি, অর্জুন কাপুর, অনন্যা পান্ডেসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।