ভোলার দৌলতখানে সৈয়দপুর ইউনিয়ন বিএনপি''র আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন শুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস শহীদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর জুলু, বিএনপি নেতা কায়কোবাদ, স্বপন শিকদার, দিদার, দুলাল ও নাগর মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণীর ও বিভিন্ন পেশার গণ্যমান্য উপচে পড়া ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কোকো'র পরকালের শান্তি, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস শহীদ।