বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাস স্ট্যান্ড এলাকায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে এবং অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালক মোঃ সজিব (২৩) কাশীপুর ইউনিয়নের ঝরঝরিয়া তলা এলাকার বাসিন্দা এবং আহত আনন্দ (৩৫) বরগুনা জেলার বাসিন্দ।
বৃহস্পতিবার সকাল ১১:৩০ টার দিকে বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা মোড়ল এক্সপ্রেস (ঢাকা মেট্রো ১২-৩২৭৪)ও বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল (বরিশাল মেট্রো-ল-১২-৬০৯২) এর রহমাতপুর বাস স্ট্যান্ড অতিক্রম কালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক সজিব (২৩) মৃত্যুবরণ করেন।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।