মতলবে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৭:১৫ পিএম : | আপডেট: ২৭ মার্চ, ২০২৫, ০৭:১৫ পিএম
মতলবে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ-২০২৫) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক,সাংবাদিক আরাফাত আল-আমিন ও জাকির হোসেন বাদশা। এছাড়াও মতলব উত্তর উপজেলার সকল ঈদগাহ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উন্মুক্ত আলোচনা করেন। 

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ঈদ হল মুসলিম ধর্মের অনেক বড় উৎসব। এই উৎসব আনন্দের দিনে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। এমন আনন্দের দিনে আমরা অনাকাঙ্ক্ষিত কোন কিছু চাই না। সকলেই ধর্মীয় নিয়ম কানুন ও সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের নামাজ পড়বেন এবং সকলের সঙ্গে সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তিনি সবাই পবিত্র ঈদুল ফিতর এর আগাম শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে