রাজনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:৩৭ পিএম
রাজনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মৌলভীবাজারের রাজনগরে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংবাদিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে সকাল ৯টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা । পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং  পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এসময় রেজওয়ানুল হক পিপুল ও ওমর ফারুকের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান ও মুক্তিযোদ্ধের সাবেক  কমান্ডার সজল চক্রবর্তী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে