পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে অসহায় ও দরিদ্র ৪৫০ পরিবারে ইউনাইটেড শমশেরনগর ইউ কে এর উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টায় স্থানীয় এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ সব উপহার বিতরণ করা হয়।
গোলাম রাব্বীর সঞ্চালনায় ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহসভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জিয়া মো মুস্তাফিজ ও এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী বদরুল ইসলাম, শামসুদ্দীন সমুজ, সয়ফুল ইসলাম ইজ্জাদুর রহমাম প্রমুখ। যুক্তরাজ্যের সামাজিক সংগঠন উদ্যোক্তা ইউনাইটেড শমশেরনগর সম্পর্কে ও প্রতিবছর রমজান, বন্যা ও দুর্যোগের সময় তাদের বিভিন্ন সহায়তা প্রদান নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী, মুজিবুর রহমান রঞ্জু, পুলিশ পরিদর্শক জিয়া মো মুস্তাফিজ ও প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই এ সহায়তা ও সহায়তা প্রদানকারী সংগঠনের জন্য দোয়া করা হয়। মুঠোফোনে ইউনাইটেড শমশেরনগর ইউ কে এর অন্যতম ইংল্যান্ড প্রবাসী আমিনুর রহমান লিটন বলেন, দেশের অসহায় দরিদ্র পরিবারে একটু আনন্দ বিলিয়ে দিতে তাদের এ উদ্যোগ। তারা প্রবাসে থাকলে দেশের পরিবার সদস্যদের সাথে এলাকার অসহায় দরিদ্র পরিবারগুলোর কথা ভাবেন। তাই সংগঠনের সবাই মিলে এ সহায়তা প্রদান করেন।