মৌলভীবাজারের রাজনগর মৌলানা মুফজ্জল হোসেন মহিলা আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১৯৭১ মহান মুক্তিযোদ্ধাদে শহীদদের শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা মুক্তিযোদ্ধে স্মৃতিচারণ মুলক বক্তব্য দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বাংলা বিভাগের প্রভাষক সেলিম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা স্বরদিন্ধু দেব বিএনপি নেতা এম এ হাকিম বকস সুন্দর, কলেজের প্রভাষক ধীরাজ ভট্টাচার্য, প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ,কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম খসরু চৌধুরী ও বিলকিস বেগম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। দিনটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার কোরআন তেলাওয়াত ও সুমি রবি দাসের গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।