শ্রীমঙ্গলে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে ফানসা বাংলাদেশ ও অন্যান্য নেটওয়ার্কের সাথে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠি হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান প্রমুখ। মতবিনিময় সভায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বকারি মো. আরমান খান। পরে মুক্ত আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গলের স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম, আইডিয়া প্রকল্পের ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার প্রমুখ। 'রাইজিং ফর রাইটস ফর স্ট্রেংদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক টু এচিভস এসডিজি-৬' এ প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভায় সাংবাদিক, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহন করেন।