রাজিবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০২:০৬ পিএম
রাজিবপুরে  স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুড়িগ্রামের চর রাজিবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।বুধবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চর রাজিবপুর  উপজেলায় শুরু হয় ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি। 

কেন্দ্রীয় শহীদ মিনারে  উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি  নিবেদন করেন।পরে  বীর মুক্তিযোদ্ধা, রাজিবপুর থানা,চর রাজিবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় মহান স্বাধীনতা ও জতীয় দিবস উপলক্ষে রাজিবপুর উপজেলা  মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ। 

এসময় সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, রাজিবপুর  থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম  পরবর্তীতে উপস্থিত সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে বেলুন উড়িয়ে ও এক জোড়া সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে একই স্থানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম  বাবু, বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান, জামাতের আমীর মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ , বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান,  বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ। এছাড়া উপজেলার সকল মসজিদে  শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের ইফতার পরিবেশন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে