রামুতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কচ্ছপিয়া ইউনিয়ন একাদশ

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০১:৫৭ পিএম
রামুতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কচ্ছপিয়া ইউনিয়ন একাদশ

‘খেলার মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন’ এ শ্লোগানে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় স্বাগতিক কাউয়ারখোপ ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কচ্ছপিয়া ইউনিয়ন একাদশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আয়োজনে ২৫ মার্চ, মঙ্গলবার, বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর এলাকায় এ প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। এতে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান কচ্ছপিয়া ইউনিয়ন একাদশের জয়নাল আবেদিন। 

খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের মোবিলাইজেশন, সিস্টেম এন্ড স্ত্রেন্থ অফিসার সৈকতুর রহমান, কাউয়ারখোপ ইউপি সদস্য মোহাম্মদ আলী, সমাজ সেবক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে