রামুতে বন বিভাগের অভিযানে স্কেভেটর ও পিকআপ জব্দ

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০১:৫২ পিএম
রামুতে বন বিভাগের অভিযানে স্কেভেটর ও পিকআপ জব্দ

রামুতে বন বিভাগের অভিযানে পাহাড় কাটার সময় স্কেভেটর ও পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়েছে। বুধবার, ২৬ মার্চ দিবাগত রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া রেঞ্জের আওতাধিন তুলাবাগান বাগান বন বিটের পূর্ব কুল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যান। 

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- জব্দকৃত স্কেভেটর ও ডাম্পার বিভাগীয় বন কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ মামলার প্রক্রিয়া চলছে। 

তিনি আরও জানান- বনের পাহাড় কাটা, গাছ নিধন এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করছে বন বিভাগ। 

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে- পশ্চিম উমখালী এলাকার মৃত ইউসুফের ছেলে নুরুল হুদা ও পূর্ব পানেরছড়া এলাকার ফরিদুল আলমের নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন একটি সংঘবদ্ধ চক্র বন বিভাগের পাহাড় কাটা, ছড়া থেকে বালি উত্তোলন, গাছ নিধনসহ পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চালিয়ে আসছে। দীর্ঘদিন পর হলেও বন বিভাগের এ অভিযানে স্থানীয় সন্তোষ প্রকাশ করলেও জড়িতরা ধরাছোয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। 

অভিযানে পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বিদ্যুৎ, ধোয়াপালং রেঞ্জের সদর বিট কর্মকর্তা, দক্ষিণ বন বিভাগের স্পেশাল টিম, রামু থানা পুলিশের টহল টিম এবং সংশ্লিষ্ট রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে