খানসামায় ২০শয্যা হাসপাতাল

রয়েছে অবকাঠামো, চালু হয়নি চিকিৎসা সেবা

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০২:৪৫ পিএম
রয়েছে অবকাঠামো, চালু হয়নি চিকিৎসা সেবা

খানসামা উপজেলা সদরে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ১৫ নভেম্বর ২০২১ সালে উদ্বোধন হওয়ার পর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর আওতায় বহিরবিভাগ রোগীদের জরুরি সেবা ও ঔষধপত্র দেওয়া হত।বেশ কিছু দিন থেকে বহির বিভাগ ও বন্ধ রয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দুরে পাকেরহাটে অবস্থিত হওয়ায় ,খানসামা উপজেলার গোবিন্দপুর ,টংগুয়া, বেলপুকুর, হোসেনপুর,জাঙ্গিলপুর ,তুলশিপুর , বাশুলী , জয়গন্জ সহ পার্শ্ববর্তী বীরগঞ্জ  উপজেলা , দেবিগন্জ ও নীলফামারী উপজেলার লাখো মানুষের চিকিৎসা সেবা মিলবে হাসপাতালটি চালু হলে।

তাই দ্রুত আর্থিক কোড ও জনবল নিয়োগ এখন সময়ের দাবি হয়ে উঠেছে। 

উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ শফিকুল ইসলাম   জানিয়েছেন ,দিনাজপুর জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ও  স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর্থিক কোড চালু সহ জনবল নিয়োগ এর জন্য একাধিক বার পত্র দেওয়া হয়েছে।

আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ,ইউ পি সদস্য এনামুল হক ,ইউ পি সদস্য আনোয়ারুল হক বলেন যে জরুরি ভিত্তিতে আর্থিক কোড অনুমোদোন সহ জনবল নিয়োগ দিয়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা দরকার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে