নওগাঁ জেলার সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর গ্রামের পশ্চিম পাশের বিলে আয়েশ উদ্দীন নামক এক কৃষকের সাড়ে ৮ বিঘা জমির বোরো ধানের জমিতে আবারও আগাছা নাশক স্প্রে করে ফসলের ক্ষতিসাধন করা হয়েছে। ভুক্তভোগী আয়েশ উদ্দীন জানান পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে তিনি সহ তার ওয়ারিশগণ দীর্ঘদিন ধরে সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। প্রতি বছরের ন্যায় এবার বোরো মৌসুমে ওই সম্পত্তিতে বোরো ধান রোপন করা হয়। গত ১৯/০২/২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ৯ টা হতে ১১ টার মধ্যে তার ওই সম্পত্তিতে রোপনকৃত বোরো ধানের ফসলে আগাছা নাশক স্প্রে করে প্রায় দুই লক্ষ দশ হাজার টাকার ফসল ক্ষতি সাধন করেছিল প্রতিপক্ষের লোকজন। কিছুদিনের মাথায় আবার নতুন করে ওই সম্পত্তিতে কষক আয়েশ উদাদীন বোরো ধান রোপন করেন। উক্ত সম্পত্তি নিয়ে বিরোধ হলে নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের সলেমান (৪০),ওসমান (৩৫) ইসাহাক (৬৩), সর্ব পিতা-মৃত আঃ লতিফ, বানী ইসরাইল (৩৭),আঃ বাসির (৩৮), মোবারক (৪৮), সর্ব পিতা-মৃত মুসহাক, হোসেন আলী (৪৮), গোলাম (৩৬)রেজাউল (২৬), সর্ব পিতা-ইসাহাক,তমিজ উদ্দীন,সর্ব সাং-শীতলডাঙ্গা , সাপাহার, জেলাঃ নওগাঁর বিরুদ্ধে মামলা নম্বর-৭৭ মিস/২০২৫ সাপা) দায়ের হয়। বর্তমানে ওই মামলা চলমান রয়েছে। অপর দিকে গত ২৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে আবারও সম্পত্তির রোপনকৃত বোরো ধানে আগাছা নাশক স্প্রে করে সমুদ্বয় ফসল বিনষ্ট করা হয়। ভুক্তভোগীর দাবী দুই বারে তার কমপক্ষে ৬/৭ লাখ টাকার ফসলের ক্ষতি করা হয়েছে। এ বিষয়ে থানার এ এস আই বাকির উদ্দীন জানান,পুর্বের ঘটনায় থানায় জিডি করা হয়েছে । অনুরূপ ঘটনা আবারও ঘটেছে। জমির ফসল বিনষ্টের ঘটনা অমানবিক। তদন্ত সাপেক্ষে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।