সিরাজদিখানে সর্বস্তরের মানুষের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র ঈদ শুভেচ্ছা বিনিময়

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৫:২৭ পিএম
সিরাজদিখানে সর্বস্তরের মানুষের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপির দলীয় পতাকা হাতে প্রায় শতাধিক গাড়ির বহর নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলা এলাকা থেকে ঈদ পরবর্তী বিএনপির দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে গাড়ি বহর নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। 

পরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ আব্দুল্লাহ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া দীর্ঘদিন পর বাঁধাহীন পরিবেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা।পথসভায় শেখ মোঃ আব্দুল্লাহ উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশের আপামর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। 

ফলে এখন হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সব ধরনের ভাঙচুর পরিহার ও সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের দায়িত্ব।

এরআগে তিনি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন,উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুর ইসলাম অহিদ,মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সিদ্দিক মোল্লা সহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে