নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক ৮ম পর্যায় শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অনুমোদনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে প্রকল্পের কর্মকর্তা, শিক্ষক ও কেয়ার টেকার ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখা। আজ সোমবার পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুপুর ১২ টায় এ মানববন্ধন রচিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আউটসোর্সিং বাতিল, সকল জনবলকে রাজস্বভুক্ত করা, কর্মী ও কেয়ার টেকারদের স্কেলভূক্ত করা, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি ও ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জুবলের বকেয়া বেতন ভাতাদি পরিশোধের দাবী জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পিরোজপুর ইমাম সমিতির সিনিয়র সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মিরাজ মোল্লা, ইমাম সমিতির সহ-সভাপতি আব্দুল মতিন ফারুকী, মডেল মসজিদ কেয়ারটেকার আব্দুল জলিল প্রমুখ।