সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় ও কর্মহীন ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার সময় অজুর্নতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউপির ৯টি ওয়ার্ডে ওই ঈদ উপহার গুলো তুলে দেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এম.জে,এফ এর সহধর্মীনি সৈয়দা সাজেদা আক্তার শেলী। উপস্থিত ছিলেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মাষ্টার আবদুস সাত্তার।এসময় উপস্থিত ছিলেন,সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক মোঃ জাবের, সদস্য সচিব কাউছার আহম্মদ,অজুনতলা ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবক হারুন অর রশিদ, ইউসুফ মজুমদার,নিজামুল হক চৌধুরী,হোসেন শহীদ সরওয়াদ্দী,জব্বার মাহাদী,মোরশেদুর রহমান মোরশেদ প্রমুখ।
উল্লেখ্যঃ সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতি বছর গরীব,অসহায়, ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ,শীতে শিতবস্ত্র,বন্যায় খাদ্য,ঔষধ,প্রতি ঈদে একজনকে লাখপতি বানানো,এবং মনের মতো শপিং করার সুযোড় তরে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।