সেনবাগে জাতীয় নাগরিক পাটির যুগ্ম সদস্য সচিব- মু, নিজাম উদ্দিন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৭:২২ পিএম
সেনবাগে জাতীয় নাগরিক পাটির যুগ্ম সদস্য সচিব- মু, নিজাম উদ্দিন

শুধু মাত্র একটি ভোটের জন্য এই অভ্যুত্থান হয়নি। শুধু মাত্র একটি ভোটের জন্য দুই হাজার শহীদ জীবন দেয় নাই। যারা ভোট ভোট করে জিগির করতেছে তাদেরকে বলে দিতে চাই । ২৪ এর জুলাই আগষ্টে আমি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমার চোখের সামনে যাত্রা বাড়িতে কমপক্ষে ৩০/৪০ লোক আহত হতে দেখিছি। হয়তো ওই আন্দোলনে আমি নিজেও বুলেট বিদ্ধ হয়ে শহীদ হতে পারতাম। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি এখন  বোনাস লাইফে আছি। সুতারাং যারা বোনাস লাইছে আছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। শনিবার বেলা ১১টার সময় ঢাকা থেকে সেনবাগে আগমন উপলক্ষে ছাত্রজনতার গণসংবর্ধনায় সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব মু নিজাম উদ্দিন  এসব বখা বলেছেন ।

তিনি আরো বলেন,হুমকি দেওয়া হচ্ছে, আমাকে নাকি সেনবাগে নাকি ডুকতে দেওয়া হবেন। আমি সেনবাগে ছেলে, আমি সেনবাগে এষেছি আমাকে না কি সেনবাগে আসতে দেওয়া হবেনা। আমি সেনবাগের আমি সেনবাগের ছেলে সেনবাগে বার বার আসবো ।

 তিনি আরো বলেন, সেনবাগকে আমরা কোন নব্য ফ্যাসিষ্টের হাতে দিবনা ইনশাআল্লাহ। আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা বয়সে ছোট হতে পারি কিন্তু আমাদের স্বপ্ন অনেক দূর। আগামীর বাংলাদেশকে বিনির্মান করবো। আগামীতে স্বাধীন বাংলাদেশ বির্নিমান হতে শহীদের রক্তের ওপর দাড়িরে আগামীর বাংলাদেশ বিনির্মাতে দুই হাজার শহীদের আকাঙ্খাকে সামনে রেখে।  যারা গত ১৫ বছর ভোটের জন্য কেন হাসিনার পথন ঘটাতে পারেন নাই। গত ১৫ বছরে ৩টা ইলেকশান তো হয়েছে থামাতে তো পারেন নাই। ঢাকায় লক্ষ্য লক্ষ লোক নিয়ে ১০ মিনিট স্থায়ী হতে পারলে নাই। সুতাবা নিবার্চনের জিগির আমাদের শুনিয়ে লাভ নেই। আমরা রক্ত দিতে শিখেছি। যে জাতি রক্ত দিতে নিতে শিখে গেছে সে  জাতিকে দাবিয়ে রাখতে পারবনা। আমাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারবেনা। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আমাদে কথা হবে শ্লোগানে। মিছিল হবে রাজাপথে, আগামী দিন হবে ছাত্র জনতার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে