দিনাজপুরের পার্বতীপুরের ২৮ জন কর্মরত সাংবাদিকদের সম্মানে স্পেন বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে সোমবার সৈয়দপুর ইকু রিসোর্ট এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন, পার্বতীপুর থেকে প্রকাশিত দৈনিক মানববার্তা’র সম্পাদক ও প্রকাশক এবং পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক। এ সময় পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুরে অবস্থিত স্পেন বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামীম হোসেন উপস্থিত ছিলেন। পার্বতীপুরের কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক দৈনিক দেশ রূপান্তর/সকালেরবাণী সোহেল সানী, ভোরের দর্পন আতাউর রহমান, ভোরের কাগজ মোস্তাফিজুর রহমান বকুল, করতোয়া মঞ্জুরুল আলম, আমার সংবাদ শাহাজুল ইসলাম, জনতা মিজানুর রহমান, মানবকণ্ঠ মামুনুর রশিদ, ইত্তেফাক বদরুদ্দোজা বুলু, ভোরের ডাক একরামুল হক বেলাল, কালবেলা মিলন পারভেজ, যুগান্তর মুসলিমুর রহমান, ইনকিলাব আব্দুল জলিল, দিনাজপুরের কাগজ শামসুল হুদা, মোহনা টিভি হাবিব ইফতেখার, সংগ্রাম আমজাদ হোসেন, আমার দেশ মাহফুজুল ইসলাম রিপন, সমকাল মাহমুদুর রহমান, সাপ্তাহিক সোনারবাংলা তাজকীর হোসাইন, মানববার্তা সাজ্জাদ হোসেন, মানবকথা ডটকম রোকনুজ্জামান বাবলু, প্রতিদিনের সংবাদ আল মামুন মিলন, মাই টিভি আব্দুল্লাহ আল মামুন, প্রতিদিনের বাংলাদেশ, মেনহাজুল ইসলাম, এশিয়ান টিভি লিমন হায়দার, খবর জাকির হোসেন, এশিয়ান টেলিভিশন জাকারিয়া হোসেন ও নিরপেক্ষ মহসিন আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার ইমাম হাফেজ মোঃ তাওহিদুর রহমান।
স্পেন বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামীম হোসেন বলেন, কেন মিষ্টি ভুট্রা চাষ করবেন? উচ্চ লাভ, বিপনন, মিষ্টি ভুট্টা চাষের সুবিধা, স্বপ্ল মেয়াদি ফসল, ন্যূনতম সেচের প্রয়োজন ও উপযুক্ত মাটি। মিষ্টি ভুট্টা চাষে অধিক মুনাফা বিষয় বিস্তর তুলে ধরা হয়। এখানকার ভুট্টা দেশের বাইরে বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভুমিকা রাখবে।