স্থানীয় সরকার উপদেষ্টার ঈদ উপহার পেলেন ফেলানী পরিবার

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৫:১১ পিএম
স্থানীয় সরকার উপদেষ্টার ঈদ উপহার পেলেন ফেলানী পরিবার

কুড়িগ্রামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ উপহার পেলেন ফেলানীর পরিবার। বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের নির্দেশনায় ঈদ উপহার ও আর্থিক সহায়তা ফেলানীর বাবার হাতে তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার ১টি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর পিতা বাবা নুর ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, জেলা সমাজসেবার উপ পরিচালক মুহ. হুমায়ুন কবির প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে