ভূরুঙ্গামারীর তাসলিমার স্বপ্ন প্রশাসনিক কর্মকর্তা

এফএনএস (এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ভূরুঙ্গামারীর তাসলিমার স্বপ্ন প্রশাসনিক কর্মকর্তা

কম বয়সে বিয়ে নয়, মানুষের মত মানুষ হয়ে বিয়ের স্বপ্ন দেখা প্রতিটি বাঙ্গালী মেয়ের আশা করা উচিত বলে জানিয়েছে অজো পাড়া গাঁয়ের বিপ্লবী কন্ঠের  এক সমাজ সেবী প্রতিবাদী নারী তাসলিমা সিদ্দিকা। ভূরুঙ্গামারী উপজেলার সদর ৫ নং ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের লুৎফর রহমানের কন্যা তাসলিমা (২২)। তার মাতার নাম আনোয়ারা খাতুন। সে ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সভাপতি। ছাত্রজীবন থেকেই সামাজিক উন্নয়নের দিকে এগিয়েছে। সমাজের অন্যান্য মেয়েদের তুলনায় সে ব্যতিক্রম। মুমূর্ষ রোগীদের স্বেচ্ছায় রক্ত দান করেছেন ৮ বার। সে বলেছে একবার রক্ত দিতে গিয়ে ৭/৮ দিন অসুস্থ ছিলো। এ ছাড়াও বাল্য বিবাহ, বৃক্ষ রোপন, দরিদ্রদের শীতবস্ত্র প্রদান ও বনার্তদের ত্রান সামগ্রী বিতরণ কাজে সর্বদা জড়িত ছিলো। এমন কি বেকারদের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরনে যুব উন্নয়ন কর্মকর্তার সাথে কাজ করেছেন। বাল্য বিবাহ রোধকল্পে গ্রামে গ্রামে উঠান বৈঠক করে মানুষকে বুঝাতেন আপনাদের মেয়েকে কম বয়সে বিয়ে দিবেন না। দেশে প্রচলিত আইনে ১৮ বছরের কম বয়সীদের বিয়ে দিলে আইনত দন্ডনীয় অপরাধ। তালিমা মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করার সময়ে বাবা মা বিয়ের জন্য চাপ দিলেও সে বিয়েতে রাজি না হয়ে বড় হবার আশায় লেখাপড়া চালিয়ে যায়। আজ সে সরকারি বেগম রোকেয়া কলেজে বাংলা বিষয়ে শেষ বর্ষের ছাত্রী। এসএসসি জিপিএ ৫.০০ এবং এইচএসসি জিপিএ ৪.৫০ পেয়ে সাফল্যের সাথে সে লেখাপড়া করছে। তার বড় আশা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনিক কর্মকর্তা হয়ে সমাজে ন্যায় কাজে নিজেকে নিয়োজিত রাখবে। তার মতে সমাজের সব মেয়েদের লেখাপড়া করা উচিত। কম বয়সে বিয়ে বসা ঠিক নয়। বড় হতে গেলে নিজ চেষ্টায় এগিয়ে যেতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে