পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। এবার চোট কাটিয়ে আইপিএল দিয়ে খেলায় ফিরছেন তিনি। তবে অলরাউন্ডার হিসেবে নয়, আইপিএলে দেখা যাবে শুধুই ‘ব্যাটার’ মিচেল মার্শকে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সফর থেকে ছিটকে যান মার্শ। চোটের কারণে লঙ্কা সফরের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হয়নি অজিদের টি-টোয়েন্টি অধিনায়কের। চোটের কারণে ঘরোয়া ক্রিকেটের মৌসুমও শেষ হয়ে যায় মিচেল মার্শের। পরে জানা গিয়েছিল, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিস্কজনিত সমস্যায় ভুগছিলেন মার্শ। ফেব্রুয়ারিতে একজন পিঠের বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হন মার্শ। পরে বিশ্রাম নিয়ে সমস্যা সমাধানের দিকে এগিয়েছেন মার্শ। সম্প্রতি ব্যাটিংয়ে ফিরেছেন তিনি এবং আসন্ন আইপিএলে একজন ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন। আসন্ন মৌসুমে নতুন দল লক্ষ্নৌ সুপারজায়ান্টসের হয়ে খেলবেন মিচেল মার্শ। শুধু ব্যাটার হিসেবে খেলায় তাকে চাইলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারবে লক্ষ্নৌ। ব্যাটিং ইনিংসে নেমে শুধু ব্যাটিং করবেন, বোলিংয়ের সময় তার বদলি হিসেবে নামানো যেতে পারে কোনো বোলারকে। আইপিএলে গত আসরে পুরো মৌসুম খেলতে পারেননি মিচেল মার্শ। দিল্লী ক্যাপিটালসের হয়ে শুরুর অংশে খেলে চোটে পড়ে দেশে ফিরে যান তিনি। মেগা নিলামে ৩ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে লক্ষ্নৌ সুপারজায়ান্টস। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৮ মার্চ লক্ষ্নৌর সাথে যোগ দিবেন মার্শ। সেখানে প্রধান কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারকে পাচ্ছেন মার্শ, যার সাথে আগেও কাজ করেছেন অজি অলরাউন্ডার। অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কর্চার্সে কোচ হিসেবে ল্যাঙ্গারকে পেয়েছিলেন মিচেল মার্শ। গত ৭ জানুয়ারি বিগ ব্যাশে পার্থের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন মিচেল মার্শ। আগামী ২৪ মার্চ মার্শের সাবেক দল দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের নতুন মৌসুম শুরু করবে মার্শের বর্তমান দল লক্ষ্নৌ সুপারজায়ান্টস।