আগৈলঝাড়ায় স্বাশনালীতে খাবার আটকে শিশুর মৃত্যু

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৫:৩৬ পিএম
আগৈলঝাড়ায় স্বাশনালীতে খাবার আটকে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের গতকাল বৃহস্পতিবার সকালে স্বাশনালীতে খাবার আটকে ২০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের হায়দার ভুইয়ার ছেলে ফাইজা ইসলাম (২০ মাস বয়স) কে প্রতিদিনের ন্যায় তার মা নাজমা বেগম খাবার খায়াচ্ছিলেন। হঠাৎ করে  খাবার শিশু ফাইজার স্বাশনালীতে গিয়ে আটকে পরে। 

 শিশুটির মা নাজমা বেগম বলেন,  আমার ২০ মাস বয়সের ছেলে ফাইজাকে প্রতিদিনে মতো খাবার খাওয়াই। এসময় শিশু ফাইজা কান্ন করতেছিলো। কান্ন করার কারনে খাবার তার স্বাশনালীতে গিয়ে আটকে পরে। তাকে (ফাইজা ইসলাম) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। 

 এবিয়য়ে আগৈলঝাড়া থানা এসআই আব্দুল্লাহ আল মামুন বলে, শিশু মৃতুর খবর পেয়ে গিয়ে দেখি, শিশুর মা শিুশকে খাবার খাওয়ানোর সময় খাবার স্বাশনালীতে আটকাপরে মার গেছে একথা সত্য।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে