ভারতীয় ক্রিকেট দলের ওপেনার এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিল সম্প্রতি মন্তব্য করেছেন, আইপিএলে ৩০০ রানের স্কোর শুধু সময়ের ব্যাপার, এবং আগামী আসরে এটি ভাঙা সম্ভব হতে পারে। গত আইপিএলে ২৫০ উপরে রান উঠেছে। যেখানে ৯টি ম্যাচে ২৫০ রানের লক্ষ্যমাত্রা পার হয়েছে। তাছাড়া, আরও ৩টি ম্যাচে ২৪০ এর উপরে রান হয়েছিল। একটি ম্যাচে পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে ৮ বল বাকি থাকতে জয় পায়। গিল জানিয়েছেন , ‘খেলার গতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মনে হচ্ছে আমরা একটি ম্যাচে ৩০০ রান দেখতে পারি। গত বছর, আমরা কয়েকটি ক্ষেত্রে খুব কাছাকাছি পৌঁছেতে দেখেছি। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম রোমাঞ্চ যোগ করে এবং আইপিএলকে আরও বিনোদনমূলক করে তোলে। আইপিএলের অন্যতম সেরা দিক হল প্রতিদিন একজন নতুন খেলোয়াড় তারকা হিসেবে আবির্ভূত হয়।’ গতবারের ব্যর্থতা স্বীকার করে এবং এবারের পরিকল্পনা জানাতে গিয়ে গিল বলেন, ‘পরিকল্পনা হলো যতটা সম্ভব রান করা এবং যতটা সম্ভব কম উইকেট হারানো। গত মৌসুমে আমরা পাওয়ারপ্লে বা তার পরেও ভালো করতে পারিনি। পাওয়ারপ্লেতে এবং তার পরেও আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি, এবং এর প্রমাণ হলো আমরা কোয়ালিফাই করতে পারিনি।’ শুবমান গিল গত বছর গুজরাট টাইটান্সের অধিনায়ক হন যখন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যান। অধিনায়ক হিসেবে তার প্রথম আসরে গিল ৪২৬ রান করেন এবং তার স্ট্রাইক রেট ছিল ১৪৭। তবে তার নিয়মিত পারফরম্যান্স সত্ত্বেও গুজরাট টাইটান্স প্লে-অফে পৌঁছাতে পারেনি এবং তারা ১৪ ম্যাচে ৬টি জয়ে ৮ নম্বরে অবস্থানে আসর শেষ করেছিল।