কলাপাড়ার সাবেক এম.পি মোয়াজ্জেম হোসেন’র ২৩ তম মৃত্যুবার্ষিকী বুধবার

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৭:৪৪ পিএম : | আপডেট: ২৫ মার্চ, ২০২৫, ০৭:৪৪ পিএম
কলাপাড়ার সাবেক এম.পি মোয়াজ্জেম হোসেন’র ২৩ তম মৃত্যুবার্ষিকী বুধবার

পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্বয়কারী) কেন্দ্রীয় সমবায় মার্কেটিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেন এর ২৩ তম মৃত্যুবার্ষিকী বুধবার (২৬মার্চ)।

এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন মসজিদ,এতিমখানা ও তার জন্মস্থান ধুলাসার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মহিপুর কেন্দ্রীয় থানা জামে মসজিদ এবং ঢাকার বঙ্গবাজার জামে মসজিদ ও মাদ্রাসায় কোরআনখানী ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য মরহুম মোয়াজ্জেম হোসেন  ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্স এ যোগদান করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালের এপ্রিলে ৯নং সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযোদ্ধা সমন্বয়ক হিসেবে আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। তিনি ২০০২ সালের ২৬মার্চ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে