পিরোজপুরের কাউখালী উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে এবং চারজনকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের গোরাখাল এলাকার হানিফ সরদারের জামাই জেলে সোহাগ তার শিশু পুত্রকে নিয়ে প্রতিদিনের মতো বুধবার বিকেলে কচা নদীতে মাছ ধরতে যায় এ সময় তাদের জালে অন্যান্য মাছের সাথে আধা কেজি ওজনের একটি বিষাক্ত পটকা মাছ ধরা পড়ে।
জেলে সোহাগ তার শ্বশুর হানিফ সরদারের বাড়িতে মাছটি নিয়ে আসলে বাড়ির লোকজন মাছটিকে কেটে রান্না করে রাতে খেয়ে ঘুমিয়ে পড়লে রাত ২টার সময় বাড়ির অধিকাংশ লোক অসুস্থ হয়ে পড়লে এদের মধ্যে ৫জনের বমি শুরু হলে তাদেরকে তাৎক্ষণিকভাবে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কামাল হোসেনের শিশুকন্যা ফাতেমা (৫) এর মৃত্যু হয়।
ওপর চারজন সোহাগের স্ত্রী শিখা বেগম (২০), কামাল হোসেনের স্ত্রী সাবিনা বেগম (২৫), হানিফ সরদারের স্ত্রী আকলিমার বেগম (৫৩) ও হানিফ সরদারের মেয়ে সুমনা আক্তার (১৩) অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে রাতেই তাৎক্ষণিকভাবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে ধরা পটকা মাছ রাতে খাবারের সঙ্গে খায় পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই সেখানে আমার নাতি মারা যায় ও আমার স্ত্রী ও ৩ মেয়েকে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, রাতে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়লে এর ভিতরে একটি শিশু মারা যায় অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা মূলত নিয়মিত জেলে তারপরও তারা জেনে শুনে কি কারনে পটকা মাছটি খেলো আমার বোধগম্য হচ্ছে না।