মুন্সীগঞ্জের গজারিয়া উপজেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকাল দশটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান চলমান থাকার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের অত্যাধিক চাপে যা গজারিয়া অংশ পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। যানজট এড়িয়ে ঢাকা যাওয়া এবং আসার ক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহার করুন।
কয়েকজন যাত্রী সাথে কথা বলে জানা যায় আমরা ঢাকা এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়েছি জানিনা কখন পৌঁছাব প্রচন্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি কখন এই যানজট শেষ হবে তা বলতে পারছি না
এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মো: শওকত হোসেন বলেন সোনারগাঁ লাঙ্গলবনের মহাঅষ্টমী পুণ্যস্নান কারণে এই যানজট সৃষ্টি হয়েছে শেষ খাওয়া পর্যন্ত যানজট থেমে থেমে থাকবে।