তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারে ঈদ শুভেচ্ছা পৌছে দিল যুবদল

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম : | আপডেট: ২৫ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারে ঈদ শুভেচ্ছা পৌছে দিল যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে শাহাদাৎবরণকারী লালমোহন উপজেলার ছাত্র জনতার পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা বার্তা, আর্থিক অনুদান ও শ্রদ্ধা নিবেদন পৌছে দিয়েছেন লালমোহন উপজেলা যুবদল। এই আন্দোলনে শহীদ লালমোহন উপজেলা যুবদলের ৬জন শহীদ পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে তাদের কবর জিয়ারত করেন যুবদল নেতৃবৃন্দ। পরে শহীদদের বাবা ও মায়ের হাতে তারেক রহমানের শুভেচ্ছা কার্ড তুলে দেন তারা। এই কার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সাথে এ শহীদ পরিবারদের কাছে ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর পাঠানো ঈদ উপহারও তুলে দেওয়া হয়। 

ভোলা জেলা যুবদল এর সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের দিক নির্দেশনায় লালমোহন উপজেলা বিএনপির সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন করেন লালমোহন উপজেলা যুবদল এর সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সিঃ সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, নিজাম সাদিক সহ শহীদ পরিবারের সদস্যগণ ও ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই আন্দোলনে লালমোহন উপজেলার মোট ১১ জন শহীদ হন। এর মধ্যে যুবদলের পক্ষ থেকে ৬ পরিবারের কাছে মঙ্গলবার উপহার তুলে দেওয়া হয়। বাকী ৫ পরিবার কাছে বুধবার উপহার তুলে দেবেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে