পর্যটকদের নিরাপত্তায় শ্রীমঙ্গলে ১২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৩:১৬ পিএম
পর্যটকদের নিরাপত্তায় শ্রীমঙ্গলে ১২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপন

মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে এবং পর্যটকদের নিরাপত্তার জন্য শ্রীমঙ্গল উপজেলায় ৯ কিলোমিটার সড়কে ১২৭ টি সোলার স্ট্রীট লাইট স্থাপন কাজ শুরু হয়েছে।

শ্রীমঙ্গলের উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান জানান, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার মাল্টিপারপাস সেন্টার থেকে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট মোড় হয়ে রাধানগর সড়ক (জেরিন রোড) ধরে জেরিন চা বাগান মোড় ( জেরিন পয়েন্ট) পর্যন্ত এলজিইডি’র রাস্তায় ৫৬টি এবং কালীঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে ফুলছড়া চা বাগান মোড় হয়ে রামনগরের রাস্তা ধরে জালালাবাদ গ্যাস ভবন পর্যন্ত এলজিইডি’র রাস্তায় ৭১ টি সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হচ্ছে। 

সুত্র জানায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ৪০ লাখ ২২ হাজার ৩৪৬ টাকা ব্যয়ে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ( ইউজিডিপি) আওতায় এসব স্ট্রীট লাইট স্থাপন করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে