বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মানে বাধার অভিযোগ

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৮:০৩ পিএম
বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মানে বাধার অভিযোগ

বরগুনায় বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মানে  জানা গেছে, বরগুনা শহরের ( মহসড়কের পাশে)গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ক্যাম্পাসে অবস্থিত।   দুটি বিদ্যালয়ে তিন শতাধিক ছাত্র ছাত্রী রয়েছে। ২০২২--২৩ অর্থ  বছরে  এল,জি ইডির অধীনে  পিইডিপি --৪ এর অর্থায়নে   বরিশালের মো. হালিম নামের  এক ঠিকাদার বাউন্ডারি দেয়াল নির্মানের কাজ পায় পরবর্তিতে

বিভিন্ন সমস্যা দেখিয়ে সে কাজটি ফেলে রেখে চলে যায়। এরপর আবার  গত ৬ মার্চ-২০২৫ পুনরায় নতুন ঠিকাদার কাজটি শুরু করতে আসলে বেলা ১ টার দিকে এলাকার প্রতিবেশী অমল চন্দ্র সরকার সহ কয়েকজন এসে  ওই ঠিকাদার, গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বরগুনা পৌর, বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন মন্টু কে হুমকি দেয় এবং দেয়াল নির্মান কাজ বন্ধ করে দেয়।পরবর্তীতে বিদ্যালয়ের জমিতে জমি পাবে বলে পুলিশ সুপার, সদর থানায় একটি অভিযোগ দাখিল করে  অমল  চন্দ্র্ সরকার।

এ বিষয়ে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আনোয়ার হোসেন বলেন, বাউন্ডারী দেয়াল বন্দের জন্য আমাকে পার্শ্ববর্তি  অমল চন্র  সরকার হুমকি দিয়ে গেছে। দির্ঘদিন বিদ্যালয়ে বাউন্ডারি দেয়াল না থাকার কারনে প্রাথমিক বিদ্যালয়ের  দুই শিশু খাবার  আনতে   গিয়ে রাস্তা পারাপারের  সময় গাড়ী চাপা  পড়ে মারা গেছে।  সে কারনে বাউন্ডারি দেয়াল নির্মান করা  খুবই জরুরি।

এ বিষয়ে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন মন্টু বলেন, যারা অভিযোগকারী তাদের এখানে কোন জমি নেই তবে তারা যেটা দাবী করে সে যায়গা ছগির ও আসাদ ও মৃত ফারুকের ওয়ারিশদের দখলে আছে।

অন্তর্বর্তিকালীন সরকারের কাছে প্রতিবেশী হিন্দু পরিবারগুলো আমাকে ভুমিদস্যু অথবা জমি দখলকারী হিসেবে দেখাতে চাইছে। পিছনের মাদরাসার পুকুরের পানি দির্ঘ বছর ধরে একই সাথে ছাত্ররা ও হিন্দু পরিবার গুলো ব্যবহার করে আসছে, তাদের সাথে আমাদের দির্ঘ বছরের সু সম্পর্ক রয়েছে অভিযোগের বিষয়ে অমল চন্দ্র সরকার বলেন, রাস্তার পূর্ব দিকে,এবং মাঠেও আমরা একটু  জমি পাবো।তাদের সাথে আমাদের দির্ঘদিনের সম্পর্ক।  নিজেরা আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে