পোশাকের সাথে মানানসই জুতার খোঁজে ক্রেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৩:৪২ পিএম
পোশাকের সাথে মানানসই জুতার খোঁজে ক্রেতা

আসন্ন ঈদ-উল ফিতরের খুশির আমেজ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। ইতোমধ্যে অনেকেই পোশাক কিনে ফেলেছেন। এবার পোশাকের সাথে মিলিয়ে চাই নতুন জুতা। তাইতো ঈদ ফ্যাশনে পূর্ণতা আনতে ভিড় বেড়েছে জুতার দোকানে। নতুন জামা-কাপড়ের সাথে মিলিয়ে জুতা ক্রয়ে ব্যস্ত সবাই।

সারাবছর জুতার চাহিদা কমবেশি থাকে। তারপরেও ঈদের জুতার ব্যাপারে সবাই একটু বেশি সচেতন। এ সময়ের ফ্যাশন-সচেতন নারী-পুরুষ ঈদে পোশাকের সাথে মানানসই জুতা পরাটাকে রুচিশীল ব্যক্তিত্বের প্রকাশ বলে মনে করেন। যেকারণে ঈদ সামনে রেখে জুতার ব্র্যান্ডগুলোও পুরোদমে নিজেদের প্রস্তুত করেছে। দেশীয় ব্র্যান্ডের মধ্যে এপেক্স, বে এম্পোরিয়াম, জেনিস, নাজ ইত্যাদির পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের বাটা, লোটোর মত প্রতিষ্ঠানগুলোও ঈদের ফ্যাশনে যুক্ত করেছে নতুন নতুন সব ডিজাইন।  

তাইতো ঈদের কেনাকাটায় এবার মনেরমতো জুতো খুঁজে নিতে সব বয়সের ক্রেতারা আসছেন পছন্দের শোরুমে। যেকারণে ক্রেতাদের রুচি ও পছন্দের বিষয়টি মাথায় রেখে, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে নতুন নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেল নিয়ে এসেছে তন্ময় সু-কর্নার। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর বড় মসজিদের সামনে অবস্থিত তন্ময় সু-কর্নারটি একটানা ৩৯ বছর ধরে তাদের ব্যবসায়ীক সুনাম ধরে রেখেছেন। শহরের চাহিদা গ্রামের শৌখিন ক্রেতাদের মধ্যে ছড়িয়ে দিতে, বাটা, এ্যাপেক্স, লোটো, নাজ সহ বিভিন্ন ব্যান্ডের ছোট-বড় সব বয়সের নারী-পুরুষ ও শিশুদের জুতো-স্যান্ডেল শোভা পাচ্ছে তন্ময় সু-কর্নার নামের দোকানের অভ্যন্তরে।

একটানা ৩৯ বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে ৪০ বছরে পর্দাপন করা তন্ময় সু-কর্নারের মালিক মোঃ অলিউল ইসলাম জানিয়েছেন, এবারের ঈদকে ঘিরে নামী-দামী কোম্পানী বিভিন্ন ব্যান্ডের জুতা ও স্যান্ডেল মার্কেটে এনেছেন। এরমধ্যে নারীদের জন্য রয়েছে বক্স, ব্যালেন্স, পেন্সিল হিলসহ বিভিন্ন নজর কারা জুতো। আর পুরুষদের জন্য রয়েছে-লোপার, টারসেল ক্যাজুয়াল, সু-সহ বিভিন্ন ধরনের স্যান্ডেল ও কেডস্। পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন ব্যান্ডের জুতো ও স্যান্ডেল রয়েছে তন্ময় সু-কর্নারে। উপজেলা শহরের সৌখিন ক্রেতাদের ঈদ মার্কেটের জন্য যেন জেলা শহরে যেতে না হয়, সেই লক্ষ্য নিয়েই নামী-দামি কোম্পানির মানসম্পন্ন জুতো ও স্যান্ডেল বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টরকী বন্দর বড় মসজিদের সামনে অবস্থিত তন্ময় সু-কর্নারে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভীড় লেগেই রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে