কাউখালীতে ভিজিএফ চাল বিতরণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৬:৪৩ পিএম : | আপডেট: ১৯ মার্চ, ২০২৫, ০৬:৪৩ পিএম
কাউখালীতে ভিজিএফ চাল বিতরণ

পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। ১৯ মার্চ বুধবার সকাল ৯ টায় উপজেলা সদর ইউনিয়নের অসহায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে চাল তুলে দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাউখালীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অত্র উপজেলায় ১০২ টন, ১৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২১৭ জন হত দরিদ্র পরিবারকে ১০ কেজি করে এ চাল প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালী সদর ইউনিয়নের ৪ হাজার ৩৯জন পরিবারকে চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ট্যাগ অফিসার, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন,যাচাই-বাছাই এর মাধ্যমে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে