আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউ (বিএআর আই) রহমতপুর এর আয়োজনে বিয়ে আর আই উদ্ভাবিত উচ্চ ফলনশীল তরমুজ ও চীনাবাদাম চাষে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে বারি চীনাবাদাম-৮ এবং বারি তরমুজ-১ বারি তরমুজ-২ এর উৎপাদন ও বীচ সংরক্ষণের প্রাথমিক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রহমতপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রফিকুল ইসলাম, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাহমুদুল হাসান খান, বৈজ্ঞানিক কর্মকর্তা রাজিউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা নতুন এ জাতের তরমুজ উৎপাদনে কৃষকদের লাভবান হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।