জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আর্থিক সহায়তার চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, জামায়েত ইসলামীর পৌর আমির মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাবেরআহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, কো-আহবায়ক খোন্দকার মনিরুজ্জামানসহ অন্যান্যরা। শেষে তিনজন শহিদ পরিবারের সদস্যদের হাতে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার এবং আহত ২২ জনের মধ্যে তিন হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।