বাবুগঞ্জে বাংলাদেশ জামায়েত ইসলামী এর উদ্যোগে রমজানের তাৎপর্য, শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪:০০ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া জৌনপুরী মাহমুদিয়া মাদ্রাসার হল রুমে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেহেরগতি শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বাংলাদেশ জামায়েত ইসলামী দেহেরগতি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা এরশাদ হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ জামায়েত ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোঃ আঃ সালাম মাঝি।
এছাড়াও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুর উদ্দিন, যুবদল নেতা মোঃ মিলন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।